বিধি ও ন্যায় মন্ত্রক (ভারত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিধি ও ন্যায় মন্ত্রক
সংস্থার রূপরেখা
গঠিত১৮৩৩; ১৯১ বছর আগে (1833)[১]
যার এখতিয়ারভুক্তভারত সরকার
সদর দপ্তরনর্থ ব্লক, রাইসিনা হিল, নতুন দিল্লি
২৮°৩৬′৫০″ উত্তর ১৭°১২′৩২″ পূর্ব / ২৮.৬১৩৮৯° উত্তর ১৭.২০৮৮৯° পূর্ব / 28.61389; 17.20889
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
সংস্থা নির্বাহী
অধিভূক্ত সংস্থা
  • • বিধি বিভাগ
  • • বিধান বিভাগ
  • • ন্যায় বিভাগ
ওয়েবসাইটlawmin.gov.in


বিধি ও ন্যায় মন্ত্রক (ইংরেজি: Ministry of Law and Justice; হিন্দি: विधि और न्याय मंत्रालय) ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রক। এটি তিনটি বিভাগের মাধ্যমে ভারতের আইন, বিধানিক কার্যকলাপ ও বিচারের প্রশাসনের দায়িত্বপালন করে এবং এই বিভাগ তিনটি যথাক্রমে বিধি বিভাগ, বিধান বিভাগ ও ন্যায় বিভাগ। বিধি বিভাগ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের উপদেষ্টা হিসাবে পালন করে এবং বিধান বিভাগ কেন্দ্রীয় সরকারের মৌলিক অধ্যাদেশ রচনার দায়িত্বপালন করে। এই মন্ত্রকের প্রধান তথা মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, যিনি ভারতের প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি দ্বারা মনোনীত।[১][২] ভীমরাও রামজি আম্বেদকর স্বাধীন ভারতের প্রথম বিধি ও ন্যায় মন্ত্রী এবং ১৯৪৭ থেকে ১৯৫১ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় তাঁর মন্ত্রিত্ব পালন করেছিলেন।

ইতিহাস[সম্পাদনা]

বিধি ও ন্যায় মন্ত্রক ভারত সরকারের প্রাচীনতম অঙ্গ এবং ১৮৩৩ সালে ব্রিটিশ আমলে ব্রিটিশ সংসদ দ্বারা উত্তীর্ণ হওয়া সনদ আইন অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ১৮৩৩ সালের সনদ আইন প্রথমবার কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে বিধানিক ক্ষমতা সঁপে দেওয়া হয়েছিল এবং এক্ষেত্রে কর্তৃপক্ষ হচ্ছে গভর্নর জেনারেল ইন কাউন্সিল। ১৮৩৪ থেকে ১৯২০ সাল পর্যন্ত এই গভর্নর জেনারেল ইন কাউন্সিল ভারতের জন্য আইন প্রণয়ন করেছিল। ভারত শাসন আইন, ১৯১৯ বলবৎ হওয়ার ফলে ভারতীয় আইনসভার হাতে বিধানিক ক্ষমতা চলে গিয়েছিল। ভারতীয় স্বাধীনতা আইন, ১৯৪৭ উত্তীর্ণ হওয়ার ফলে ভারত এক অধিরাজ্যে পরিণত হয়েছিল এবং ভারত শাসন আইন, ১৯৩৫-এর ১০০ নং ধারায় বিধান অনুযায়ী অধিরাজ্য সংসদ ১৯৪৭ থেকে ১৯৪৯ পর্যন্ত আইন প্রণয়ন করেছিল। ২৬ জানুয়ারি ১৯৫০-এ ভারতের সংবিধান কার্যকর হওয়ার ফলে বিধানিক ক্ষমতা ভারতীয় সংসদের হাতে চলে গিয়েছিল।[১]

গঠন[সম্পাদনা]

১৯৬১ সালের ভারত সরকার (ব্যবসার বণ্টন) নিয়মের শর্তাবলী অনুযায়ী বিধি ও ন্যায় মন্ত্রক নিম্নলিখিত বিভাগ নিয়ে গঠিত:[৩]

  • বিধি বিভাগ
  • বিধান বিভাগ
  • ন্যায় বিভাগ

বিধি বিভাগ[সম্পাদনা]

বিধি বিভাগ দুটি প্রধান দায়িত্ব পালন করে: উপদেশ দেওয়া ও মামলা দায়ের করা।[৪] বিশেষ করে নিম্নলিখিত কার্যকলাপ বিধি বিভাগের হাতে রয়েছে:[৫]

  • কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সংস্থা প্রকল্পে অংশগ্রহণকারী রাজ্য সরকারের হয়ে উচ্চ ও সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করা।
  • ভারতীয় বিধি সেবা।
  • আইন কমিশন।
  • গরিবদের আইনি সাহায্য।

বিধি বিভাগের প্রধান কার্যালয় নতুন দিল্লিতে এবং মুম্বই, কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরুতে এর শাখা কার্যালয় রয়েছে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ministry of Law and Justice - About Us"। Ministry of Law and Justice। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৪ 
  2. "About Ministry of Law and Justice (More information)"। Ministry of Law and Justice। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৪ 
  3. "Government of India (Allocation of Business) Rules of 1961"। Parliament of India। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৪ 
  4. "About the Department"DEPARTMENT OF LEGAL AFFAIRS (Vidhi Karya Vibhag)। Ministry of Law & Justice, Government of India। ২০ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০ 
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; CabinetSecretariat নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি