রূপা পাবলিকেশন্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রূপা পাবলিকেশন্স
মালিক প্রতিষ্ঠানরূপা পাবলিকেশন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড
অবস্থাসক্রিয়
প্রতিষ্ঠাকাল১৯৩৬
প্রতিষ্ঠাতাডা. মেহরা
দেশভারত
সদরদপ্তরদিল্লি
পরিবেশনকলকাতা, প্রয়াগরাজ, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, জয়পুর, কাঠমান্ডু এবং বাইরের দেশ
প্রধান ব্যক্তিডা. মেহরা, আর. কে. মেহরা এবং কপিশ মেহরা
অধীনস্থ বাণিজ্যিক নামরেড টার্টল
ওয়েবসাইটwww.rupapublications.co.in

রূপা পাবলিকেশন্স নতুন দিল্লিতে অবস্থিত একটি ভারতীয় প্রকাশনা সংস্থা। কলকাতা, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, জয়পুর, হায়দ্রাবাদ এবং কাঠমান্ডুতে এর বিক্রয় কেন্দ্র রয়েছে।

প্রতিষ্ঠা[সম্পাদনা]

রূপা পাবলিকেশন্স ১৯৩৬ সালে কলকাতার কলেজ স্ট্রিটে ডা. মেহরা এবং আর. কে. মেহরা কর্তৃক প্রতিষ্ঠিত হয়।[১][২][৩] একজন বই পরিবেশক ও আমদানিকারক হিসেবে চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় কোম্পানির লোগো ডিজাইন করেন এবং তিনি তার কাজের ফি হিসেবে কিছু বই চান।[৩]

ব্যবসায়িক তথ্যাদি[সম্পাদনা]

রূপা পাবলিকেশন্স চেতন ভগতের সব বই, মাই কান্ট্রি মাই লাইফ (লালকৃষ্ণ আদভানির আত্মজীবনী), রমেন্দ্র কুমার এবং রাস্কিন বন্ডের কিছু বই প্রকাশ করেছে এবং কৌন বনেগা ক্রোড়পতি - প্রাতিষ্ঠানিক বই,[৪] হিমানি ডালমিয়ার লাইফ ইজ পারফেক্ট[৫] এবং প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রাষ্ট্রপতির বছর বইও প্রকাশ করেছে।[৬] প্রকাশনা বিভাগের মতে, তাদের বার্ষিক উৎপাদন বর্তমানে প্রায় ১৫০-২০০ শিরোনামে দাঁড়িয়েছে।

২০১২ সালে, কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কপিশ মেহরা[৭] পেঙ্গুইন বুকসের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড দেবিদারের সাথে আলিফ বুক কোম্পানি চালু করেন; এটি চালু হওয়ার পরপরই, কোম্পানিটি পেঙ্গুইন বুকসের প্রাক্তন প্রকাশক রবি সিংকে প্রকাশনা বিভাগে নিয়োগ দেয়।[৮][৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রূপার চেয়ারম্যান আর. কে. মেহরা প্রকাশনা শিল্পে বড় পরিবর্তন ও চ্যালেঞ্জে রয়েছে" (ইংরেজি ভাষায়)। আউটলুক। ২০১৮-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৩ 
  2. "টার্নওভার বেড়েছে; প্রতি বছর বইয়ের সংখ্যা কমছে: কপিশ মেহরা" (ইংরেজি ভাষায়)। লাইভমিন্ট। ২০১৫-০৯-১৯। ২০১৮-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৩ 
  3. "রূপা পাবলিকেশন্স" (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৯-১৯। ২০১১-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-১০ 
  4. "রূপা পাবলিকেশন্স" (ইংরেজি ভাষায়)। ২০১২-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০২-২৪ 
  5. খান, নাবিলা (২০০৯-০১-২২)। "সিন্ধু উপত্যকার ইতিহাস: 'হোয়াইট টাইগার' বেস্টসেলার চার্টে শীর্ষে রয়েছে"হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-০৫ – হাইবিম রিসার্চ-এর মাধ্যমে। 
  6. "প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হিসেবে তার বছরগুলোর উপর বই প্রকাশ করবেন" (ইংরেজি ভাষায়)। টাইমস অব ইন্ডিয়া। ২০১৮-১০-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১০ 
  7. "রূপা পাবলিকেশন্স: শুধু কপিশ মেহরার প্রপিতামহের কোম্পানি নয়" (ইংরেজি ভাষায়)। ফরবেশ ইন্ডিয়া। ২০১৬-০৩-০১। ২০১৮-০৫-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৩ 
  8. "তিনজন প্রকাশনাভিজ্ঞ ভারতে ইংরেজি কথাসাহিত্যে জোর দিচ্ছেন" (ইংরেজি ভাষায়)। জি নিউজ। ২০১২-০৪-১২। ২০১৪-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৬ 
  9. "আমরা আলিফকে প্রিমিয়াম প্রকাশনা ব্র্যান্ড করার লক্ষ্য হাতে নিয়েছি: ডেভিড দেবিদার" (ইংরেজি ভাষায়)। নিউজ১৮। ২০১২-০৪-১১। ২০১২-০৪-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 


বহিঃসংযোগ[সম্পাদনা]