Jump to content

User:আহমাদ হোসেন

From Wikipedia, the free encyclopedia

Fএকদিন ছোট্ট এক ছেলে তার মৃত্যশয্যায় শায়িত মায়ের পায়ের কাছে বসে ছিলো। মা ছেলেকে বললেনঃ :- আমি মরে গেলে আমাকে ছেড়ে এই পৃথিবীতে থাকতে পারবি বাবা? উত্তর না দিয়ে ছেলেটি মা কে পাল্টা প্রশ্ন করে বসলোঃ :- আচ্ছা মা,জাহান্নামে কি মানুষ থাকতে পারে? :- না। :- তোমার পদতলে আমার বেহেশত সেটা তুমি জানোনা? তুমি আছো বলেই এখনো পৃথিবীটাকে বেহেশত বলে মনে হয়। তুমিহীনা পৃথিবী আমার নিকট জাহান্নাম স্বরুপ। তোমায় ছাড়া এই পৃথিবীতে কি করে বাঁচবো বলো মা? মা মুচকি হাসলেন। তারপর বললেনঃ :- আমি মারে গেলে তুই একটুও কাঁদবিনা। প্রতিদিন তোর সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করবি। আমার বেহেশত আমি তোকে দিয়ে দিয়েছি। তুই শুধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ শেষে আমার কবরের পাশে পাঁচ মিনিট,নয়তো এক মিনিট,নয়তো এক সেকেন্ড দাড়াবি। খবরদার বলছি কাঁদবি না কিন্তু। আমি তোর হাসিমাখা মুখটা প্রতিদিন পাঁচবার এক সেকেন্ডের জন্য হলেও দেখতে চাই। _______________ ________ _ মায়ের ভালোবাসার সাথে অন্য কোন ভালোবাসার তুলনা হয়? উত্তর একটাই না হয়না॥ সত্যিই মা জাতিটা বড়ই অদ্ভুত। মৃত্যুর প্রহর গোনার সময় ও তাদের মন থেকে সন্তানের কথা মুছে যায়না। মোছা যে অসম্ভব। এ যে তারই নাড়ী ছেড়া ধন। একই রক্ত,একই দেহ,একই আত্মা। কি করে মুছে যাবে বলুন??? এই নশ্বর পৃথিবীতে বৃদ্ধাশ্রম যদি আপনার মাযের শেষ আশ্রয়স্হল হয়ে থাকে তবে আপনি ও মনে রাখবেন আপনাকে পাবার জন্য জাহান্নামের সবগুলো দরজা অধীর আগ্রহে অপেক্ষা করছে॥