১৯৬৭ সালের ১৭ ই মার্চ আড়িয়াদহ গ্রামে জন্ম ও বসবাস। কলম যোদ্ধা এই কবি লেখালেখির হোলটাইমার।১৬ তম কাব্যগ্রন্থ ৫৫ টি কবিতা ফোল্ডার, দুটি গদ্য ফোল্ডার প্রকাশিত। দুই হাজারের বেশি পত্রিকায় লেখা ছাপা হয়েছে, হচ্ছেও। ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবী জুড়ে পরিচিতি। ২১ টি পুরস্কার পেয়েছেন। অসংখ্যবার সংবর্ধিত হয়েছেন। ইংরেজি ও হিন্দিতে তার লেখা অনুবাদ হয়েছে। সামাজিক ভ্রষ্টাচার রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে লেখালেখির জন্য হামলা তার উপর হয়েই থাকে। কোন রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের কৃপাপ্রার্থী নন। গালাগাল অপমান এক ঘরে করে দেওয়া কবির নিত্যসঙ্গী। শারীরিক অসুস্থতা আর্থিক প্রতিকূলতাকে পাত্তা না দিয়েই তাঁর লেখার কাজ করেই চলেছেন। তার কবিতা চন্ডিগড় কলাকেন্দ্র ও সর্বভারতীয় চারুকলা কেন্দ্রে আবৃত্তির পাঠ্য সূচি ছিল। কবির স্বকন্ঠে কবিতা পাঠ এর ক্যাসেট আছে। মানবাধিকার কর্মী, কনজিউমার ফোরামের সদস্য। এছাড়াও কবি সামাজিক নানান সংগঠনের সাথে যুক্ত। নানা দৈনিক ও লিটল মাগাজিনে কবির আলোচনা ও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। কবির সাথে সরাসরি যোগাযোগ করতে ফোন- ৬২৮৯০০৫৩০৪