Jump to content

User:মির্জা অাবু সাঈদ

From Wikipedia, the free encyclopedia

মা তুমি শব্দমালা


অাবু সাঈদ


মা একটি ছোট্র নাম হিরা মনি মুক্তার চেয়ে অনেক বেশি দাম। মা তুমি শব্দ মালা ওরা অন্ধ, নির্বোধ ওরা মাকে বাইরে রেখে যারা ঘরে দিয়েছে তালা। ভেবো নাকো বাছা  ! জিতেছো তুমি হেড়েছে মা লালসার পথ ছেড়ে দিয়ে তুমি ধরো মায়ের পা।

শান্তির নীর কোথাও পাবে এমন? শিশু কালে মায়ের কোলে অাছিলে তুমি যেমন! ভবে তুমি মালিক হয়েছো

বড় বড়  গাড়ি  বাড়ীর।

তবু কেন খোজ রাখো না বিদ্যাশ্রমে পড়ে থাকা অসুস্থ এক নারীর। কত ব্যথা সইছে মা যখন তুমি সজোরে ছুটেছিলে তোমার পা।

মাকে ভালবাসায় দিবস নয় ভালবাসো প্রতি দিন। কোন ভাবেই সোধ হবে না মায়ের কষ্টের ঋন।