Jump to content

User:Asifprothombarta

From Wikipedia, the free encyclopedia

ফিলিপাইনের ঘূর্ণিঝড় বিধ্বস্ত ট্যাকলোবান শহরে নিকটবর্তী একটি ছোট শহরে একটি সরকারি চালের গুদামে হামলা চালিয়ে লুটপাট করেছে দুর্গত ক্ষুধার্ত লোকজন। এ সময় গুদামের একটি দেয়াল ধসে ঘটনাস্থলেই আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

মঙ্গলবার ট্যাকলোবান থেকে ১৭ কিমি দূরে আলানগ্যালাঙ শহরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনার সময় পুলিশ ও সেনা সদস্যরা সরকারি ওই গুদাম পাহারা দিয়ে রেখেছিল। কিন্তু লোকজনের ভীড়ের চাপে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি।

গুদামটি থেকে এক লাখেরও বেশি চালের বস্তা লুঠ হয়েছে বলে জানিয়েছেন এস্তোপেরেজ। প্রতি বস্তায় ৫০ কেজি চাল ছিল বলে জানিয়েছেন তিনি। শুক্রবার আঘাত হানা এ যাবৎকালের অন্যতম সবচেয়ে প্রলঙ্কয়ী ঘূর্ণিঝড় হাইয়ান ফিলিপাইনের মধ্যবর্তী দ্বীপটি ধ্বংসস্তুপে পরিণত করেছে।

সুত্র- http://prothombarta.com


লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): Prothombarta ;