Jump to content

User:Chandi57

From Wikipedia, the free encyclopedia

Araldihi / আড়লডিহি[edit]

ব্লক / তেহসিল → ইন্দিপুর

জেলা → বাঁকুড়া

রাজ্য → পশ্চিম বঙ্গ

পিন → 7২২২11

পশ্চিম বাংলা

সম্পর্কিত[edit]

2011 এর তথ্য অনুযায়ী আড়লডিহি গ্রামের অবস্থান কোড বা গ্রাম কোডটি 3২6850 টি। ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ইন্দিপুর ব্লক / তেহসিলে আরালদিহি গ্রাম অবস্থিত। এটি উপ-জেলা প্রধান সদর ইন্দিপুর থেকে 15.2 কিলোমিটার দূরে অবস্থিত। বাঁকুড়া আড়লডিহি গ্রামের জেলা সদর দপ্তর। ২009 সালের পরিসংখ্যান অনুসারে, ব্রজেজজপুর হল আড়লডিহি গ্রামের গ্রাম পঞ্চায়েত।

গ্রামের মোট ভৌগোলিক এলাকা 408.42 হেক্টর।

আরলদিহি মোট জনসংখ্যা 2,273 জন।

আড়লডিহি গ্রামে প্রায় 431 বাড়ি আছে

আড়লডিহির নিকটতম শহর বাঁকুড়া যা প্রায় 34 কিলোমিটার দূরে।

জনসংখ্যা[edit]

মোট জনসংখ্যা পুরুষের জনসংখ্যা মহিলা জনসংখ্যা

2,273 1,155 1,118

কাছাকাছি গ্রামসমূহ[edit]

পাথরাতোর

রামপুর

আড়াবাড়ি

কুরকুটিয়া

ঝরিয়া

যুুগিবাইদ

ছাতাপুর

নিশ্চিন্তপুর

বিনোদপুর

কুরুস্থলিয়া

গোসাঁইজনড়া

মানচিত্র[edit]

Map

চিত্র[edit]