User:Discovermahato
Appearance
বাংলাদেশের সমতলের ক্ষুদ্র_নৃ_গোষ্ঠী পরিচিতি :
##মাহাতো##
১)মাহাতো জাতি গোষ্ঠীর বসবাস - সিরাজগঞ্জ,নওগাঁ,পাবনা,বগুড়া প্রভৃতি জেলায়।
২)এদের গ্রাম প্রধানকে মাহাতোয়া বলে।
৩)মাহাতোদের ভাষার নাম নাগরি।এই ভাষা পৃথিবী থেকে বিলুপ্তির হুমকিতে।
৪) এদের ধর্মের নাম - সনাতন।
৫) সমাজ ব্যবস্থা - পিতৃপ্রধান।
৬) প্রধান উৎসব- সহরায়(গোয়াল ও গৃহপালিত পশু পুজা),কারাম ও জিতিয়া(বৃক্ষ পুজা ও বন্দনা)
৭) মাহাতো ভাষায় প্রথম উপন্যাস "কারাম"। মাহাতোদের ভাষা সংস্কৃতি নিয়ে উপন্যাসটি লিখেছেন
উজ্জ্বল মাহাতো।
৮) প্রধান ধর্মীয় গ্রন্থ- আঁইন্যাশ