Jump to content

User:Ful pry

From Wikipedia, the free encyclopedia

পার্সিয়ান বাটারকাপ ফুল

পার্সিয়ান বাটারকাপ ফুল বা ইরানিয়ান বাটারকাপ ফুল (ইংরেজি ) Persian buttercup ।  বৈজ্ঞানিক নাম : Ranunculus asiaticus। পরিবার- Ranunculaceae (buttercup family)। আদিনিবাস পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল, দক্ষিণ-পশ্চিম এশিয়া, দক্ষিণ-পূর্ব ইউরোপ (ক্রীট, কারপতস ও রোডস), এবং উত্তর আফ্রিকা । এই ফুলটি দেখতে গোলাপ বা ক্যামেলিয়ার মত । এই ফুলটির সাথে আমাদের দেশের গাঁদা ফুলের পাতা পাতা বা ধনে পাতার সাদৃশ্য আছে । বিভিন্ন রংয়ের হয়ে থাকে এই ফুল । সাদা,  গোলাপী, লাল, নীল, হলুদ, কমলা বা ধূসর রঙের। উজ্জ্বল রঙের এই অপূর্ব সুন্দর ফুল সারা বছর ফুটে। 

Wikipedia Amigos flower adoration (পুস্পকথন)