Jump to content

User:Kayesh

From Wikipedia, the free encyclopedia

Kayesh (talk) 05:52, 1 December 2016 (UTC)★মানব ধর্ম★ মোঃ ইমরুল কায়েশ

মানব ধর্ম মাখলো যে গাঁয় জাত-পাতের কি সাদ্ধ তার নাগল পায়, ওরে তাঁর নীরিখে সব ই সমান হ্যায় মহা দেব আর মহা নবী একই ধারে বাঁয়

মানব ধর্ম মাখালো যে গাঁয়।

ওরে ওই একই নদীর ভিন্ন ধারা একই মাতার দোসর তারা সব ধারাতেই মিলন সারা মহা প্রলয় লাষ্টে খাড়া

শেষ বিচারে মুক্তি খোঁজা বিপথে ভাই মিলে সাজা করছে যে পাপ পাঁজা পাঁজা স্বয়ং তিনি নিজেই রাজা।

হবে বিচার তাতেই প্রজা সেই ভয়েতেই করছে রোযা। নয়কো সে পথ অতি সোজা বড়ই কঠিন তাঁরে বোঝা!!!

কাঙ্গাল কায়েশ জিগায় তাঁরে কত রঙ তাঁর আছে ভাঁরে? পিতার সাজা পুত্রের ঘাড়ে ইনসাফ কি নায় তোমার সাঁরে।

রহমান তবে বাতায় কারে সাঁই!!!! কাঙ্গালে তায় ভেবে মরে, কয় হায়! হায়! মানব ধর্ম মাখালো যে গাঁয় ওরে তাঁর নীরিখে সব ই সমান হ্যায়।