User:Rokme007
মানব দেহ/Man Body[edit] মানব দেহ সম্বন্ধিত কিছু তথ্য:[edit] মানব দেহের বৃহত্তম পেশি = গ্লুটিয়াস মানব দেহের দীর্ঘতম পেশি = সারটোরিয়াস মানব দেহের ক্ষুদ্রতম পেশি = সিলিয়ারি বা স্টেপিডিয়াস মানব দেহের দীর্ঘতম অস্থি = ফিমার মানব দেহের ক্ষুদ্রতম অস্থি = স্টেপিস মানব দেহের সর্বাপেক্ষা শক্তিশালী অস্থি = ফিমার এবং টেমপোরাল বোন মানব দেহের সর্বাপেক্ষা কঠিনতম অস্থি = ম্যান্ডিবল (নীচের চোয়ালে থাকে) মানব দেহের সর্বাপেক্ষা হালকা অস্থি = ন্যাসো-টার বিন্যালস মানব দেহের দীর্ঘতম শিরা = নিম্ন মহাশিরা মানব দেহের দীর্ঘতম ধমনী = অ্যাবডোমিনাল অ্যাওর্টা মানব দেহের দীর্ঘতম স্নায়ু = সায়াটিক স্নায়ু মানব দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি = থাইরয়েড মানব দেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি = পিনিয়াল বডি মানব দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি = যকৃৎ মানব দেহের বৃহত্তম লসিকা গ্রন্থি = প্লিহা মানব দেহের বৃহত্তম লালা গ্রন্থি = প্যারোটিড গ্রন্থি মানব দেহের সর্বাধিক পাতলা ত্বক = কনজাংটিভা