Jump to content

User:Turimong Marma

From Wikipedia, the free encyclopedia

ভাঙনের সুর যেহেতু শুরু হয়েছে... জোরাজোরি করে আর কি হবে???

হাইরে অভাগা, জন্ম নিলে এমন সময়, চারদিকে রক্তচুষা জন্তু-জানোয়ার ফাঁদ পেতে রেখেছে রক্ত চুষে নিতে... কাকে দোষ দেব কাদেরকে দোষ দেবে??? চলতে চলতে নিজের অজান্তেই নিজের হাত-পায়ের প্যারেক মেরে... দায়ি করে অন্যকে...

হ্যা অন্যকে দায়ি করাও যেমন যুক্তিযুক্ত তেমনি খাল কেটে কুমির ডেকে আনা তাও যুক্তিযুক্ত। আজ আমি নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে, জাতিকে নিয়ে খুবই সঙ্কিত... রক্তচুষা জন্তু-জানোয়ার ফাঁদ পেতে রেখেছে রক্ত চুষে নিতে।

যে সূর্য প্রতিদিন ভোরে পূর্বদিকে ওঠে, আজ সে পশ্চিমদিকে ওততে শুরু করেছে... ভাঙনের সুর যেহেতু শুরু হয়েছে... জোরাজোরি করে আর কি হবে???

আমি তো চায়নি কখনো হারিয়ে যেতে আড়ালের মাঝে তারপরও... প্রানের দাবি নিয়ে কার কাছে যাব??? রক্তচুষা যে ফাঁদ পেতে রেখেছে রক্ত চুষে নিতে...

জানিনা এই সুর কবে প্রান পেয়ে আবার চলতে শুরু করবে, দশটা আঙুল একত্রিত করে। ওঠবে আবার সূর্য পূর্বদিকে নতুন ভোরের আলো নিইয়ে... অস্ত যাবে পশ্চিমে নতুন সূর্যের রং নিয়ে...।