Jump to content

User talk:Ahp Azim

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

বংশ রক্ষায় অবৈধ সন্তান!// .........এএইচপি আজিম// সন্তান অবৈধ! তাই প্রসব বেদনায় কাঁদছে না মা!// চারিদিকে লোকের খিস্তী খেউর, নির্ঘুম প্রহরীর চোখ;// ক’মাস হল ঘুমানোর ফুসরত নেই, সয়ংক্রিয় দেহ!// তবু ফাঁক ফোকরে কান পেতে মুচকি হাসে পড়শীরা!// বাগডম্বর চলছে অবিরত, বৈধতা দিতেই হবে সমাজে!// উকিল মুক্তার ঘেঁটে ঘেঁটে তন্ন তন্ন করে সালিসি বই;// মোড়লেরা জটলা করে খাসকামরায় পানে চুনে,// দাঁত কেলিয়ে হাসে, অতীতে কতই দেখলাম, দোষের কি?// তবুও মায়ের মনে আশা জাগে না প্রামাণ্য দোষে!// অন্তর কেঁদে যায় চুপচাপ এ কেমন কুৎসিত ব্যাধি!// অবশেষে রাতের আঁধারে চুপিচুপি বের হল অবৈধ ফল,// সিদ্ধান্ত মতে ঢাকঢোল পিটানো হল পাড়ায় পাড়ায়,// বিতরণ হল মিষ্টি মণ্ডা, বলা হল উপায় যে ছিলনা!// অবৈধ হলে কি, সন্তান তো সন্তানই, বংশ রক্ষা যে! //



এ এইচ পি’র ফোক......// ও সখি তোর খবর কই/ দিনে রাইতে পড়ে রই/ মনের মাঝে ভীষণ জ্বালা করে হই চই!//

মন জুড়ে কাল বৈশাখী/ ঘুমে ধরে না আঁখি/ ভালবাসা দিয়ে তোরে পাগল পারা হই!//

এতো কেন জ্বালাস সখি/≈ ভালবাসায় বান্ধি রাখি/ দুঃখটা দিয়া বুকের মাঝে সুখটা নিলি কই?//

পূর্ণিমা আজ নজর কাড়া/ জোছনা ছুঁতে হাতটি বাড়া/ আয় না সখি কুঞ্জবনে চাঁদ উঠেছে ঐ!//

Start a discussion with Ahp Azim

Start a discussion