Jump to content

District Administration, Rangamati

From Wikipedia, the free encyclopedia

This is an old revision of this page, as edited by BG19bot (talk | contribs) at 07:55, 9 January 2016 (সাধারণ তথ্যাদি: WP:CHECKWIKI error fix for #16. Remove invisible Unicode characters. Do general fixes if a problem exists. -, replaced: → (164) using AWB (11756)). The present address (URL) is a permanent link to this revision, which may differ significantly from the current revision.

সাধারণ তথ্যাদি

জেলা লক্ষ্মীপুর
উপজেলা সদর লক্ষ্মীপুর
অবস্থান লক্ষ্মীপুর সদর উপজেলার আয়তন-১৯৮.৪৬ বর্গমাইল/৫১৪.৭৮ বর্গমিটার/১,২৭,২১০ একর। অবস্থান : ২২৪৯' থেকে ২২৩৩' উত্তর অক্ষাংশ এবং ৯০৪৩' থেকে ৯২০০' পূর্ব দাঘিমাংশ। বাংলাদেশের দক্ষিন পূর্ব উপকুলীয় অঞ্চলে মেঘনা নদীর অববাহিকায় লক্ষ্মীপুর উপজেলা অবস্থিত।
সীমানা

এই উপজেলার উত্তরে রায়পুর, রামগঞ্জ এবং চাটখিল উপজেলা, দক্ষিণে দৌলতখান, কমলনগর এবং নোয়াখালী সদর উপজেলার, পূর্বে বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলা, পশ্চিমে রায়পুর, মেহেন্দীগঞ্জ ও ভোলা সদর উপজেলা।

জেলা সদর হতে দূরত্ব এটি জেলা সদরে অবস্থিত।
আয়তন ১৯৮.৪৬ বর্গ মাইল/৫১৪.৭৮ বর্গ কিঃমিঃ/১,২৭,২১০ একর।
জনসংখ্যা

জনসংখ্যা-৬,৮৪,৪২৫ জন

প্রায়।২০১১ ইং সালের আদম শুমারী অনুযায়ী।

পুরুষ ৩,২৫,২৩৪ জন
মহিলা ৩,৫৯,১৯১ জন
শিক্ষার হার ৫১.৯%
স্বাক্ষরতার হার ৭০%
লোক সংখ্যার ঘনত্ব ঘনত্ব- ১,৪২৫ জন প্রতি বর্গ কিঃমিঃ
মোট ভোটার সংখ্যা ৩,৮২,৬৭২ জন
পুরুষভোটার সংখ্যা ১,৬২,৯২৬ জন
মহিলা ভোটার সংখ্যা ১,৭৯,৭৪৬ জন
মোট পরিবার(খানা) ১,৪৪,২২৮
নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকা-লক্ষ্মীপুর -৩ ও লক্ষ্মীপুর-২ (আংশিক)
গ্রাম ২৬২টি
মৌজা ২৩৮টি
ইউনিয়ন ২১টি
পৌরসভা ০১টি
কমিউনিটি সেন্টার ২০ টি
মসজিদ ১২৫২ টি
মন্দির ০৩টি
নদ-নদী ০১টি
হাট-বাজার ৫৭টি
ব্যাংক শাখা ৩০টি
পোস্ট অফিস/সাব পোঃ অফিস ১০০৯টি
টেলিফোন এক্সচেঞ্জ ০১টি
ক্ষুদ্র কুটির শিল্প ০১টি
বৃহৎ শিল্প ০২টি
সিনেমা হল ০২টি
কৃষি সংক্রান্ত
মোটফসলীজমিরপরিমাণ ১,৪৯,৬১৩.০০ একর
নীট ফসলী জমি ৬৪,৩০৬.০০ একর
এক ফসলী জমি ২,৯৬৪.০০ একর
দুই ফসলী জমি ৩৭,৩৭৮.০০ একর
তিন ফসলী জমি ২৩,৯৬৪.০০ একর
আউশ ২৫,৮১২.০০ একর
আমন-২০১২ ৫৪,৩৯০.০০ একর
বোরো ৪০,৩৮৫.০০ একর
গভীর নলকূপ ৪৫০টি
সেচকৃত জমির পরিমান ৪০,৩৮৫.০০ একর
অ-গভীর নলকূপ ৩৪৫(ব্যাক্তিগত),২৭(সরকারী) টি
নলকূপেরসংখ্যা ৭৯৫টি
শক্তি চালিত পাম্প ১৯০৮ টি
বাৎসরিক খাদ্য চাহিদা ১,০৮,২৭৮.০০ মেঃ টন
বীজ বিক্রয় কেন্দ্র ২১টি
সার বিতরন কেন্দ্র বিসি আিই সি ২২টি
খুচরা বিক্রেতা ১৪৯ টি
খাস জমি ৯,১৯৬.৩৬ একর
অর্পিত সম্পত্তি ২,৯৯৬.০০
বন্দোবস্ত কৃষি খাস জমি ২,৪৭৩,৮৯.
বার্ষিক খাদ্য উৎপাদন ১,২৩,১৩৮.০০ মেঃ টন
খাদ্য গুদাম ০২ টি
ধারন ক্ষমতা ৩৫০০.০০ মে.টন
শিক্ষা সংক্রান্ত

সরকারী প্রাথমিক বিদ্যালয়

২১৫টি

ছাত্র-ছাত্রীর সংখ্যা

৭৩,৫৫০ জন

বেসরকারী প্রাথমিক বদ্যালয়

৫০টি

ছাত্র-ছাত্রীর সংখ্যা

১৩,৯৩০ জন

বেসরকারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

১২টি

বেসরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

৬৫টি

সরকারী উচ্চ বিদ্যালয়

০২ টি

ভোকেশনাল উচ্চ বিদ্যালয়

০১টি

টেক্সটাইল ইনস্টিটিউট

০১টি

পলেটেকনিক ইনস্টিটিউট

০১টি

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র

০১টি

বেসরকারী শারিরীক শিক্ষা কলেজ

০১টি

বি,এড, কলেজ

০১টি

বেসরকারী আইন কলেজ

০১টি

বেসরকারী দাখিল মাদ্রাসা

৩৬টি

বেসরকারী আলিম মাদ্রাসা

০৯টি

বেসরকারী ফাজিল মাদ্রাসা

০৬টি

বেসরকারী কামিল মাদ্রাসা

০৩টি

সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ

০১টি

সরকারী ডিগ্রী কলেজ (মহিলা)

০১টি

বেসরকারী ডিগ্রী কলেজ

০৪টি

বেসরকারী ইন্টারমিডিয়েট কলেজ

০৩টি

স্বাস্থ্য সংক্রান্ত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

০১ টি

সরকারী হাসপাতাল

০১টি (১০০ শয্যা জেলা সদরে)

উপ স্বাস্থ্য কেন্দ্র

০৭টি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

১৪টি

মা ও শিশু কল্যাণ কেন্দ্র

০২টি

স্যাটেলাইট ক্লিনিক

১২৮টি

টিকাদান কেন্দ্র মাঠ পর্যায়ে

(ইউনিয়ন)-৫০২টি, পৌরসভায়-৩৭টি

ভূমি ও রাজস্ব সংক্রান্ত

মৌজা

২৩৮ টি

ইউনিয়ন ভূমি অফিস

১৭টি

মোট খাস জমি

৯,১৯৬.৩৬ একর

হাট-বাজারের সংখ্যা

৫৮ টি

অর্পিত সম্পত্তি

২,৯৬.০০ একর

ভুমি উন্নয়ন কর

সাধারন- ১,২৮,৫৬,২২৫

সংস্থা- ১৩,১৬,৫৬৫

মৎস্যসংক্রান্ত

চাষকৃত আবাদি পুকুর-

১৬,৮৬৩টি

আয়তন-

২১,৬৮.১৪ হেক্টর

নদী -

০১টি (মেঘনা)

আয়তন-

৪৮০.০০ হেক্টর

বাওর / মরা নদী-

০১টি (ডাকাতিয়া)

খাল-

৩৭টি

আয়তন-

৯০৬ হেক্টর

খাস পুকুর -

১৮টি

আয়তন-

৩০.১৪ হেক্টর

মাছের মোট উৎপাদন ৯১,৮৬.৯০ মেঃটন

মাছের মোট চাহিদা-

২০,৮৫০ মেঃটন

ইলিশ মাছের উৎপাদন-

১,৪৫০০.০০ মেঃটন

অন্যান্য মাছের উৎপাদন-

৯৭,৬৭.০০ মেঃটন

চিংড়ি মাছের উৎপাদন-

৭৭.৫০ মেঃটন

মৎস্য জীবি গ্রাম-

২৩টি

মুক্ত জলাশয়-

৫৫টি

মৎস্য জীবি সমিতির সংখ্যা ১৫ টি

প্রাণী/পশু সম্পদসংক্রান্ত

উপজেলা পশু হাসপাতাল

০১টি (জেলা সদরে)

উপজেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র

০১টি

কৃত্রিম প্রজনন পয়েন্ট- সরকারী

০৩টি

কৃত্রিম প্রজনন পয়েন্ট-বেসরকারী

০৪টি

কৃত্রিম প্রজনন পয়েন্ট ব্র্যাক পরিচালিত

০৩

উন্নত মুরগীর খামারের সংখ্যা

গবাদী পশুর খামারের সংখ্যা

সমবায় সংক্রান্ত

কেন্দ্রীয় সমবায় সমিতি(সাধারণ)

০৩টি

কেন্দ্রীয় সমবায় সমিতি (বি আর ডি বি)

০২টি

 কৃষক সমবায় সমিতি

০৬টি

 বিত্তহীন সমবায় সমিতি

৭৮টি

 বিত্তহীন মহিলা সমবায় সমিতি

১২৮টি

 মৎস্য জীবী প্রাঃ

১৫টি

 তাঁতী সমবায় সমিতি প্রাঃ

০১টি

 অন্যান্য সমবায় সমিতি

৩টি

 আশ্রয়ণ সমবায় সমিতি

০৫টি

  আবাসন প্রকল্প সমবায় সমিতি

০২টি

  আদর্শগ্রাম সমবায় সমিতি

০১টি

  পুনর্বাসিত পরিবার

১৬০টি

মোট সমবায় সমিতি

৪২১টি

অন্যান্য তথ্য :

প্রশাসন : লক্ষ্মীপুর থানা গঠিত হয় ১৮৬০ সালে। থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ২৪ মার্চ ১৯৮৪ সালে। লক্ষ্মীপুর পৌরসভা গঠিত হয় ১৯৭৬ সালে।

জলাশয় : মেঘনা, ভলুয়া ও কোরালিয়া নদী এবং দেওপাড়া, মহেন্দ্র, মিঠানিয়া, মুছার খাল উল্লেখযোগ্য।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ : তিতা খাঁ জামে মসজিদ, মিতা খাঁ মসজিদ, মজুপুর মটকা মসজিদ, মধুবানু মসজিদ, দায়েম শাহ মসজিদ, আবদুল্লাহপুর জামে মসজিদ, নীল কুঠিবাড়ি, দালাল বাজার জমিদার বাড়ি, খোয়াসাগর দিঘী।

ঐতিহাসিক ঘটনাবলি : ১৯২৭ সালে কাজী নজরুল ইসলামকে লক্ষ্মীপুর টাউন ক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা দেয়া হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে লক্ষ্মীপুরের মুক্তিবাহিনী ৭ জুন রামগঞ্জ সড়কে পাকবাহিনীর একটি ট্রাক ও একটি জীপ ধ্বংস করে, ৬ জুলাই লক্ষ্মীপুর শহরের প্রবেশমুখে রহমতখালী সেতুর কাছে অতর্কিত হামলা চালিয়ে ৭২ জন পাকসেনা এবং ২৫ অক্টোবর মীরগঞ্জ সম্মুখ লড়াইয়ে পাকবাহিনীর মেজর সহ ৭০ জন সৈন্য ও ৪১ জন রেঞ্জারকে হত্যা করে। ১৪ ডিসেম্বর এই অঞ্চল শত্রুমুক্ত হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন : গণকবর ১ (বাগবড়িস্থ শহীদদের স্মরণে); স্মৃতিস্তম্ভ ১ (কোট বিল্ডিং সংলগ্ন বিজয় সরণি চত্বরে); স্মৃতিফলক ১ (শহীদ স্মৃতি সংগ্রহশালায় মুক্তিযোদ্ধাদের স্মরণে)।

ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ ৭৩১, মন্দির ৩, গির্জা ১, দরগাহ ১, মাযার ৩, উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান : মজুপুর মটকা মসজিদ, তিতাখাঁ মসজিদ, সৈয়দপুর জামে মসজিদ, মধুবানু মসজিদ, শ্রী শ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়া, জোসেফ চার্চ, লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব মাঠ।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান : গড় হার ৪৬.2%; পুরুষ ৪৭.৫%, মহিলা ৪৫%। কলেজ-৮, পিটিআই-১, মাধ্যমিক বিদ্যালয়- ৭০, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান-২, প্রাথমিক বিদ্যালয় ২৬৭, স্যাটেলাইট বিদ্যালয়-১০, কমিউনিটি বিদ্যালয়-১৭, মাদ্রাসা- ৮৪, উল্লেখযোগ্য শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান : লক্ষ্মীপুর সরকারি কলেজ (১৯৬৪), লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় (১৮৯৮), গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয় (১৯০১), চৌপল্লী কে.ডি উচ্চ বিদ্যালয় (১৯০৫), দত্তপাড়া রামরতন উচ্চ বিদ্যালয় (১৯১২), মিরপুর উচ্চ বিদ্যালয় (১৯২৪), দালাল বাজার এন.কে. উচ্চ বিদ্যালয় (১৯২৪), চৌপল্লী জয়তারা উচ্চ বিদ্যালয় (১৯২৮), গোপীনাথপুর চম্পকা বালিকা উচ্চ বিদ্যালয় (১৯২৯), প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (১৯৫৩), লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসা (১৮৭২)।

পত্র-পত্রিকা ও সাময়িকী : লক্ষ্মীপুর কন্ঠ (১৯৯৫), আল-চিশত (১৯৯৫), সাপ্তাহিক : নতুন সমাজ, নতুন দেশ (১৯৭৩), এলান (১৯৮২), নতুন পথ (১৯৮৭), দামামা (১৯৯২), মাসিক : লক্ষ্মীপুর বার্তা (১৯৮৯), অবলুপ্ত সাপ্তাহিক ও সাময়িকী : মুক্তিবাণী (১৯২৮), সাপ্তাহিক গণমুখ (১৯৭৩), চেতনা (১৯৬৯), সাপ্তাহিক আনন্দ আকাশ (১৯৯৫), প্রচ্ছদ (১৯৮৪), ছায়াপত্র, কবিতা বার্তা।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান : লাইব্রেরি-৬, নাট্যদল-৩ সিনেমা হল-৩, সাংস্কৃতিক সংগঠন-১৫, মহিলা সংগঠন-৩৫, ক্লাব-২১।

দর্শনীয় স্থান : মজু চৌধুরীর হাট স্ল্যুইস গেইট-মেঘনা পাড়, সাহাপুরের সাহেব বাড়ী, দালাল বাজার জমিদার বাড়ী, কামান খোলা জমিদার বাড়ী, খোয়াসাগর দীঘি।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস: কৃষি ৪২.৯২%, অকৃষি শ্রমিক ৩.১২%, শিল্প ১.০৪%, ব্যবসা ১৪.৩৪%, চাকরি ১৩.৪৬%, যোগাযোগ ও পরিবহণ ৪.৫০%, নির্মাণ ২.৪৯%, ধর্মীয় সেবা ০.৪৬%, রেন্ট এন্ড রেমিটেন্স ৪.৯৮% এবং অন্যান্য ১২.৬৯%।

কৃষি ভূমির মালিকানা : ভূমিমালিক ৬২.০০%, ভূমিহীন ৩৮%, শহরে ৫৫.৯৯% এবং গ্রামে ৬২.৭৭%, পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল : ধান, গম, সরিষা, আলু, চীনাবাদাম, সয়াবিন, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি : পাট, তিল, তিসি, খেসারি, মসুর, অড়হর, মটর, ছোলা, পিঁয়াজ, রসুন।

প্রধান ফল-ফলাদি : নারিকেল, সুপারি, কলা, আম।

মৎস্য, গবাদিপশু ও হাঁস মুরগির খামার : গবাদিপশু , হাঁস-মুরগি , হ্যচারি।

যোগাযোগ বিশেষত্ব : পাকারাস্তা, আধা-পাকারাস্তা, কাঁচারাস্তা।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন : পাল্কি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি।

শিল্প ও কলকারখানা : চালকল, আটাকল, বরফকল, স’মিল, তেলকল, এ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, বেকারি, বিড়ি কারখানা, ছাপাখানা।

কুটিরশিল্প : লৌহশিল্প, মৃৎশিল্প, বাঁশের কাজ, বেতের কাজ, শীতল পাটি, নকশি কাঁথা।

হাটবাজার : লক্ষ্মীপুর বাজার, চন্দ্রগঞ্জ বাজার, দালাল বাজার, মান্দারী বাজার, ভবানীগঞ্জ বাজার, ফরাশগঞ্জ বাজার, জকসিন বাজার, পোদ্দার হাট, দাসের হাট এবং দালালপুর ঝুলনযাত্রা মেলা, দেওয়ান শাহ মেলা ও শ্যামপুর মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য : সুপারি, নারিকেল, ইলিশ মাছ, বিড়ি।

বিদ্যুৎ ব্যবহার : এ উপজেলার সবকটি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লী বিদ্যুতায়ন কর্মসূচীর আওতাধীন। তবে ৩০.৩০% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস : নলকূপ ৮৫.১৩%, পুকুর ৬.৩৮%, ট্যাপ ৩.৫০% এবং অন্যান্য ৪.৯৯%।

স্যানিটেশন ব্যবস্থা : এ উপজেলার ৪৫.০১% পরিবার স্বাস্থ্যকর (গ্রামে ৪২.১৬% এবং শহরে ৬৭.৩৪%) এবং ৪৩.৭৩% (গ্রামে ৪৫.৯৪% এবং শহরে ২৬.৪৮%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। তবে ১১.২৬% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র : সদর হাসপাতাল ১, স্বাস্থ্য উপকেন্দ্র ৭, মাতৃসদন কেন্দ্র ২, পরিবার কল্যাণ কেন্দ্র ১৪, ক্লিনিক ১৩৫।

প্রাকৃতিক দুর্যোগ : ১৭২৬ সালের ভূমিকম্প, ১৮৭৬ সালের টর্নেডো, ১৮৭৬ ও ১০৫৪ সালের মহামারি কলেরা, ১৯৭০ সালের প্লাবন ও ১৯৭৪ সালের দুর্ভিক্ষে এ উপজেলার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এনজিও : ব্রাক, আশা, কেয়ার, হাঙ্গার প্রজেক্ট ইত্যাদি।

তথ্যসূত্র : বাংলাপিডিয়া, বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ, (খন্ড-১২)।

District Administration is the apex office of a district at the present context of administrative setting of Bangladesh. It is the management of affairs within a district, which is the basic territorial unit of administration in the country. It is at this level that the common man comes into direct contact with the administration. The district falls under the charge of a district officer, called either Deputy Commissioner or District Collector or District Magistrate. This officer acts as the representative of the central government at this level. Like other district administrations of the country, District Administration Rangamati, widely known as the Office of the deputy commissioner is the representative of the cabinet in the Rangamati Hill District.

Evolution of Rangamati District Administration

Bangladesh bears a colonial legacy in its entire public administration system. Present day Bangladesh was a part of the British Empire for almost two hundred years. In 1947, Pakistani rulers replaced the British and dominated the area, then known as East Pakistan until a bitter war in 1971. Which brought about an independent Bangladesh.

British Era

Chittagong Hill Tracts was a part of Chittagong District before 1860. The region was ruled by the deputy commissioner from Chittagong. CHT was segregated from Chittagong district and made a complete district in 1860. In 1859, a fort situated by the side of canal Kaptai was attacked and demolished by the tribal people from east. So, the then divisional commissioner of Chittagong decided to provide safety to the tribal people of the hill tracts and proposed to the governor of Bengal to segregate the region from regulation district Chittagong. The proposal was accepted and enacted on 1 August 1860 by the Act XXII of the year. An officer entitled as superintendent was appointed. Captain McGrath was made the first superintendent of the district to rule. He would execute British rule under the provision of the divisional commissioner of Chittagong. Designation of the ruler turned into deputy commissioner from superintendent in 1867. First administrative headquarters of the district was set up at Chandraghona in 1863. But the headquarters transferred to Rangamati from Chandraghona in 1868 and came into effect in the following year. Capt. T. H. Lewin was the first deputy commissioner who moved to Rangamati permanently. But in 1891 CHT lost its position as a district because of the conquest of the lussai Hill by the British. Which reduced the importance of Chittagong Hill Tracts as a district. It was made a sub-division of Chittagong district and given the authority to rule to an assistant commissioner. But in 1900, a regulation named Chittagong Hill Tracts regulation 1900 was formulated to administer the area and the position of CHT as a district was reinstated. Officer in charge of the district became superintendent again. At this time, the district was divided into three sub-divisions such as Rangamati, Bandarban & Ramghar. A sub-divisional officer was appointed to each sub-division. Three more sub-divisions were created by three different gazettes in 1979. In 1920, the CHT regulation 1900 was amended and the ruler of the district was renamed as the deputy commissioner and an ICS officer was appointed as the deputy commissioner of-CHT. Sub-ordinate officers of the deputy commissioner were termed as deputy magistrate or deputy collector and sub-deputy magistrate or sub-deputy collector.

Pakistan Era

In 1960, under the provision of Basic Democracy 11 Thana porishad and 39 union porishad were created in the CHT. Later this thana was renamed as upozilla. Kaptai hydro power station was established in 1960 which brought radical change in the socioeconomic aspects of the people. More than 0.1 million people were affected by this project.

Bangladesh Period

Present Organogram

Deputy commissioner (DC) & District Magistrate(DM) is at the top of the office. There are more than one additional deputy commissioners (ADCs) at an office to give the hand to the Deputy commissioner. In many districts, there are five to six ADCs. But in Rangamati Hill District, there are three ADCs, namely: ADC (General), ADC(Revenue) and additional district magistrate (ADM). Assistant commissioners (AC) work under the direct supervision of the deputy commissioner and additional deputy commissioners, who are in charge of various sections of the office. A senior AC plays the role of Nezarat Deputy Collector (NDC). In every section there is clerk, MLSS, bearers etc. Senior clerk is known as the head assistant of the section.

Deputy commissioners & District Magistrates who served

British Period

SL. No. Name Year
01. Captain Magrath 1860
02. Mr. G. Macgill 1864
03. Mr. J.S.K. Kilby 1865
04. Mr. T.H. Lewin 1866-69
05. Mr. E. Raity 1869-70
06 Mr. T.H. Lewin

1871-74

07. Mr. A.W. Power 1874-76
08. Mr. J. Anderson 1876-77
09. Mr. A.F. Gordon 1881
10. Mr. L.R. Forbes 1882-84
11. Mr. C.A.S. Reford 1884-86
12. Mr. C. Owen 1887
13. Mr. L.R. Forbes 1887
14. Mr. C.S.S. Redford 1891
15. Mr. C.S. Masray 1891
16. Mr. F.C. Daly 1891
17. Mr. C.S. Munay 1892
18. Mr. J.A. Cave-Browne 1893
19. Mr. C.S. Munay 1893
20. Mr. R.H.S. Hutchinson 1894
21. Mr. C.S. Munay 1894-96
22 Mr. J.A. Cave-Browne 1896
23. Mr. W.N. Deleirgne 1897
24. Mr. F.P. Dixon 1897
25. Mr. J.A. Cave-Browne 1898
26. Mr. R.H.S. Hutchinson 1899
27. Mr. R.A. Stephen 1901
28. Mr. R. A. Stephenson, CSI, CIE 1904
29. Mr. R.H.S. Hutchinson 1906
30. Mr. H.L. Fell 1908
31. Mr. J.B. McDermott 1909
32. Mr. R.A. Stephen 1910
33. Mr. R. H.S. Hutchinson 1911
34. Mr. J.W. McDermott 1911
35. Mr. R.A. Stephen 1911
36. Mr. O. Mawson 1912
37. Mr. A.J.W. Hanis 1916
38. Mr. O. Mawson 1916
39. Mr. A.J.W. Hanis 1917
40. Mr. O Mawson 1918
41. Mr. A. J.W. Hanis 1919
42. Mr. J. Younie 1920
43. Mr. H.R. Wilkinson 1920
44. Mr. G.A. Stevens 1922
45. Mr. T.M. Dow 1923
46. Mr. C.G.B. Stevens 1923
47. Mr. A.S. Hands 1927
48. Hon’ble Rai S.C. Basu Bahadur 1929
49. Mr. A.S. Hands 1929
50. Mr. S.K. Ghosh 1931
51. Mr. W.H.T. Ghushi 1934
52. Mr. S. Dutt 1936
53. Mr. W.H.J. Christe 1936
54. Lt. Col. G. L. Hyde, O.B.E. 1937
55. Mr. A. K. Ghosh 1939

Pakistan Period

SL. No. Name Year
56. Lt. Col. G. L. Hyde, O.B.E. 14-8-1947 to 31-1-1948
57. Major L.H. Niblett 1-2-1948 to 24-12-1950
58. Lt. Col. J. A. Hume 25-12-1950 to 15-8-1953
59. Mr. M. H. Shah, C.S.P. 30-9-1953 to 30-6-1954
60. Major L.H. Niblett 1-7-1954 to 11-12-1956
61. Mr. S. Afzal Agha, C.S.P. 15-2-1957 to 21-8-1958
62. Mr. M.A. Kareem Iqbal, C.S.P. 22-8-1958 to 12-2-1960
63. Mr. Helaluddin Ahmed Chowdhury, C.S.P. 13-2-1960 to 24-1-1964
64. Mr. S.Z. Khan, C.S.P. 10-2-1963 to 1-7-1964
65. Mr. M.S. Rahman, C.S.P. 1-8-1964 to 5-8-1966
66. Mr. L.R. Khan, C.S.P. 9-8-1966 to 23-7-1969
67. Mr. H.T. Imam, C.S.P. 24-7-1969 to 14-05-1971

Bangladesh Period

SL. No. Name Year
68. Mr. Aminul Islam, C.S.P. 15-5-1971 to 15-12-1971
69. Mr. M. E. Sharif 26-12-1971 to 20-03-1972
70. Mr. Jinnat Ali 21-03.1972 to 10.05.1973
71. Mr. M. Sharafath Ullah 11-05-1973 to 16-04.1974
72. Mr. A. M. A. Kadir 17-04-1974 to 09-01-1976
73. Mr. Ali Haider Khan 09-01-1976 to 06-03-1983
74. Mr. M. A. Malek 18.04.1983 to 03.09.1985
75. Mr. Md. Shafiqul Islam 03-09-1985 to 22-01-1990
76. Mr. Md. Aftabuddin 22-01-1990 to 02-07-1992
77. Mr. Mohammed Hasan 02-07-1992 to 30-11-1995
78. Mr. Md. Kamal Uddin 02-12-1995 to 24-04-1996
79. Mr. Shah Alam 24-04-1996 to 08-09-1999
80. Mr. Md. Abu Haider Sardar 08-09-1999 to 09-07-2001
81. Mr. Md. Azmal Hossain 10-07-2001 to 05-08-2001
82. Dr. Zafar Ahmed Khan 06-08-2001 to 15-02-2005
83. Gazi Mohammad Julhash 15-02-2005 to 28-08-2006
84. Mr. Harun-Ur-Rashid Khan 29-08-2006 to 16-05-2007
85. Mr. Md. Nurul Amin 16-05-2007 to 24-03-2009
86. Mr. Saurendra Nath Chakrabhartty 24-03-2009 to 27/05/2012
87. Md. Mostafa Kamal 28/05/2012 to 24/12/2014
88. Md. Shamsul Arefin 24/12/2014 to till now

Functions

District magistracy

Law and Order

District magistrate plays vital role for maintaining law, order and discipline. Rules and regulations of the country attribute a large scale of authority to the district magistrate. District magistrate is the chairperson of District Law and Order Committee while the superintendent of police of a district is the vice chairman. District magistrate sends reports to cabinet regarding law and order situation of the district. Police Regulation of Bengal.

Land administration

District Administration was originated mainly for collecting land revenue. Administrative system was evolved by the then East India Company for collecting land revenue. Criminal prouder, administration, co-ordination of government offices and development activities were later added to the activities of district administration. Deputy commissioner, as a district collector collects revenue in the jurisdiction of his district. Rangamati as a part of Chittagong Hill Tract, maintain different revenue collection system, from other districts of the country. From the collecting revenuers government gets 26%, crime chief gets .............. and headman gets.........................

Executive authority

Development

Coordination

Innovation in services

Mid-day meal

District Administration has started various programs to bring about a positive change in the educational arena of the district. At present district administration is rendering support to poor students of the district.

Distribution of free school dress to students

Rangamati District Administration has taken initiative to distribute school dress to students of primary school. This program has taken by the deputy commissioner of Rangamati. School bag, umbrella and dress have distributed to hundreds of students up to date. This program is taken to reduce drop-out of students and to create awareness among the people. So that they send their off-springs to school.

Bungalow of the Deputy Commissioner & District Magistrate

Bungalow Museum

DC Bungalow museum was established in 2010 by the then deputy commissioner of Rangamati, Mr. Saurendra Nath Chakrabharty. The museum was inaugurated by (the first cabinet secretary of Bangladesh), Mr. H. T. Imam, who was the deputy commissioner of Chittagong Hill Tract in 1969. The museum exhibits picture of all the deputy commissioners. There is also a typewriter of British era. A weight of hundred years old etc. The museum has the collection of government-published calendars of previous 50 years.

Circuit house

Circuit house, Rangamati is under the supervision of deputy commissioner. It is one of the best circuit houses of the country. There are six rooms in the circuit house. All is equipped with modern amenities and fully air-conditioned.

BIAM Laboratory School

BIAM Laboratory school is a joint venture of District Administration, Rangamati and Bangladesh Institute of Administration and Management (BIAM) foundation, Dhaka. the school started its inception in 2012. Md. Mostafa Kamal,former deputy commissioner of Rangamati took the initialtive to establish a quality English medium school in Rangamati. BIAM school has its own campus in Tabalchari area. Assistant commissioner of Education and welfare section perform the duty as the principal of the school.