User:Malam90/sandbox/মাত্র ৫ দিনেই Tense শিখুন (পর্ব-০১)
This is not a Wikipedia article: It is an individual user's work-in-progress page, and may be incomplete and/or unreliable. For guidance on developing this draft, see Wikipedia:So you made a userspace draft. Find sources: Google (books · news · scholar · free images · WP refs) · FENS · JSTOR · TWL |
মাত্র ৫ দিনেই Tense শিখুন (পর্ব-০১) new article content ...
References
[edit]External links
[edit]English Grammar
Tense is the life or soul of English Grammar. Tense কে ইংরেজি ব্যকরণের জীবন বা আত্মা বলা হয়। একটি সঠিক ( ঠিক) বাক্য লেখাটা প্রধানত tense এর উপর নির্ভরশীল। সঠিক ভাবে tense এর গঠন বা এর সম্পর্কে ধারণা না থাকলে সঠিক বাক্য লেখাটা প্রায় অসম্ভব। সুতারং ইংরেজি ব্যকরণ শিখতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই tense সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে। Tense এক কথায় শিখানো বা আলোচনা করা অসম্ভব। সুতারং আমরা ৫ টি পর্বে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। সুন্দরভাবে ও মনোযোগ দিয়ে অধ্যায়ন ও অনুশীলন করলে মাত্র ৫ দিনেই আপনি Tense শিখে Tense এর বস হয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আজকের প্রথম পর্বে আমরা জানবো Tense কাকে বলে কত প্রকার এবং প্রত্যেকটি আবার কত প্রকার।
Tense কাকে বলে? ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে Tense বলে।
অর্থাৎ ক্রিয়া যে সময়ে সম্পন্ন হয় ঐ সময়কে Tense বা ক্রিয়ার কাল বলে।
যেমন আপনি গতকাল বাজারে গিয়েছিলেন।
কখন ? ( ক্রিয়াকে প্রশ্ন করুন)
উত্তর আসবে ’গতকাল ‘।
ক্রিয়া বা কাজটা গতকাল সম্পন্ন হয়েছিলো। তাহলে বুঝলাম কাজটা যে সময় অতীতে হয়েছিল, বর্তহমানে হচ্ছে বা ভবিষ্যতে হবে বুঝায় সেই সময় হচ্ছে Tense বা ক্রিয়ার কাল।
আমরা জানি Tense বা ক্রিয়ার কাল ৩ টি। বর্তমান (Present), অতীত (past) ও ভবিষ্যৎ (Future).
1. Present Tense (বর্তমান কাল): বর্তমানে কোন কাজ সম্পন্ন হওয়া বা হচ্ছে বুঝালে তাকে Present Tense বলে। যেমনঃ I read a book. অর্থ- আমি বই পড়ি।
Rakib is reading a book. অর্থ- রাকিব বই পড়িতেছে বা পড়ছে।
উদাহরণ দুটি থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে ক্রিয়াটি বর্তমানে সংঘঠিত হয় বা হচ্ছে।
2. Past Tense (অতীত কাল): অতীতে বা পূর্বে কোন কাজ সংঘঠিত হয়েছিল বুঝালে সেটাই Past Tense. অর্থাৎ আজকের আগেই কাজটি শেষ হওয়াটাই হচ্ছে অতীত কাল। যেমনঃ I read a book. অর্থ- আমি বই পড়েছিলাম
Rakib was reading a book. অর্থ- রাকিব বই পড়তেছিলো।
উদাহরণ দুটি থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে ক্রিয়াটি অতীতে সংঘঠিত হয়েছিল। অর্থাৎ আজকের আগের সংঘঠিত সব কাজই হচ্ছে Past Tense বা অতীত কাল।
3. Future Tense (ভবিষ্যৎ কাল): ভবিষ্যতে কোন কাজ হবে বুঝালে সেটাই Future Tense বা ভবিষ্যত কাল। যেমনঃ I shall read a book. অর্থ- আমি বই পড়ব।
Rakib will be reading a book. অর্থ- রাকিব বই পড়তে থাকবে।
প্রত্যেকটি Tense আবার ৪ প্রকার। Indefinite, Continuous, Perfect, Perfect Continuous
সবগুলোই একই রকমের তবে তার আগে শুধু Present, Past এবং Future যোগ করলেই হয়ে যাবে। যেমনঃ
Present Tense:
Present Indefinite (সাধারণ বর্তমান) Present Continuous ( চলমান বর্তমান) Present Perfect ( পূরাঘঠিত বা পূর্বেঘঠিত বর্তমান) Present Perfect Continuous ( পূরাঘঠিত বা পূর্বেঘঠিত চলমান বর্তমান বর্তমান)
Past Tense:
Past Indefinite ( সাধারণ অতীত) Past Continuous ( চলমান অতীত) Past Perfect (পূরাঘঠিত অতীত) Past Perfect Continuous ( পূরাঘঠিত ঘটমান/ চলমান অতীত)
Future Tense:
Future Indefinite ( সাধারণ ভবিষ্যৎ) Future Continuous (চলমান ভবিষ্যৎ) Future Perfect ( পূরাঘঠিত বা পূর্বেঘঠিত ভবিষ্যৎ) Future Perfect Continuous ( পূরাঘঠিত বা পূর্বেঘঠিত ঘটমান / চলমান ভবিষ্যত)
আজকের পর্বের সারমর্ম হচ্ছে- ক্রিয়ার সময়কেই Tense বলে। Tense ৩ প্রকার ( Present, Past and Future) এবং প্রত্যেকটি আবার ৪ ভাগে বিভক্ত যথা Indefinite, Continuous, Perfect এবং Perfect Continuous।
তাহলে আজকে প্রথম দিনের প্রথম পর্বটা ঝটপট এটা মুখস্ত করে ফেলুন। বারবার মিলিয়ে নিন। চর্চা করুন তাহলে আগামী পর্ব আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। সহজ ভাষায় মাত্র ৫ দিনেই Tense শিক্ষুন এর দ্বিতীয় পর্বের লিংক এখানেই।