Jump to content

Talk:Flag of Bangladesh

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

This is an old revision of this page, as edited by 119.30.36.54 (talk) at 15:37, 3 December 2009. The present address (URL) is a permanent link to this revision, which may differ significantly from the current revision.

WikiProject iconBangladesh B‑class High‑importance
WikiProject iconThis article is within the scope of WikiProject Bangladesh, a collaborative effort to improve the coverage of Bangladesh on Wikipedia. If you would like to participate, please visit the project page, where you can join the discussion and see a list of open tasks.
BThis article has been rated as B-class on Wikipedia's content assessment scale.
HighThis article has been rated as High-importance on the project's importance scale.
WikiProject Bangladesh To-do list:


The original flag was designed by painter Quamrul Hassan. (???!!!)

পতাকা তৈরি নিয়ে মিটিংয়ে বসলাম আমরা ইকবাল হলের ১০৮ নং কক্ষে। এ কক্ষটি বরাদ্দ ছিল তৎকালীন ছাত্রনেতা আসম আব্দুর রবের নামে। কাজী আরেফ আহমেদের প্রস্তাব অনুযায়ী সিদ্ধান্ত হলো পতাকায় সবুজ জমিনের ওপর থাকবে একটি লাল বৃত্ত, আর লাল বৃত্তের মাঝে থাকবে পূর্ব পাকিস্তানের মানচিত্র। সবুজ জমিন বাংলার চির সবুজের প্রতীক, লাল সূর্য রক্তে রাঙা হয়ে উঠবে স্বাধীনতার সূর্য আর জন্ম নেবে একটি নতুন দেশ- সোনালি আঁশের রঙে হবে তার পরিচয়। লাল বৃত্তের মাঝখানে সোনালি রঙ্গের মানচিত্র তারই প্রতীক। সিদ্ধান্ত অনুযায়ী সবাই কাজে নেমে পড়লাম।

আঁকাআঁকিতে কুমিল্লার শিবুদার হাত ছিল ভালো। তিনি বললেন ‘আমি বাপু পেইন্ট করতে পারব, তবে মানচিত্র আঁকতে আমি পারব না’।

খসরু ভাই গেল তখন বলাকা সিনেমা হলের চারতলায় এক বিহারি দরজির দোকানে। বড় এক টুকরা সবুজ কাপড়ের মাঝে সেলাই করে আনলেন লাল বৃত্তাকার সূর্যের প্রতীক।

ঠিক করলাম হাসানুল হক ইনু আর আমি পূর্ব পাকিস্তানের মানচিত্র ট্রেসিং পেপারে ট্রেস করে নিয়ে আসব।

শিবুদা তার নিপুণ হাতে ট্রেসিং পেপার থেকে পূর্ব পাকিস্তানের মানচিত্র আঁকলেন লাল বৃত্তের মাঝে। তাতে দিলেন সোনালি রঙ। তৈরি হয়ে গেল ফেব্রুয়ারি ১৫ বাহিনীর পতাকা।

আমাদের জাতীয় পতাকার ইতিহাস, ইউসূফ সালাহঊদ্দীন আহমদ। দৈনিক আমাদের সময়, ৩ রা ডিসেম্বর, ২০০৯।

http://www.amadershomoy.com/content/2009/12/03/news0645.htm


If you find a flaw in one of our SVG images, please correct it, but do not continue using out-of-date images. All png flags are supposed to be replaced by svg flags. ナイトスタリオン 16:42, 3 December 2005 (UTC)[reply]

I would like to but I'm not an image editor. I hope you can address the flaw that I've stated. The svg image is not an accurate depiction so I suggest you change it accordingly or until we get the correct version we should wait. Idleguy 16:59, 3 December 2005 (UTC)[reply]

"traditional colour of Islam."!!!! Please support this by references.--ppm 04:57, 11 May 2006 (UTC)[reply]

tradition holds it was the favourite colour of muhammad. i don't think that is relevant here. --Yung Wei永徽
True, and as a Bangladeshi, I can definitely attest to the fact that the Green color represents the lushness of the Bengal country side. It has nothing to do with any religion. In fact, the flag was designed by the secular artist Quamrul Hassan, so there is little doubt as to what the green color represents. The CIA factbook has been stating this misinformation since 1997, but this simply is not true. --Ragib 18:49, 17 August 2006 (UTC)[reply]

sun or no sun?

does the red disc or does it not represent the sun? --Gnom (talk) 00:47, 20 January 2008 (UTC)[reply]

Yes, it does. --Ragib (talk) 02:03, 20 January 2008 (UTC)[reply]

Official specifications, Red in Middle?

Any one please verify if the red is in middle? As far I know, it is slight left sided... Bauani (talk) 15:17, 15 December 2008 (UTC)[reply]

Well, the article *does* specify it exactly, see official specs section: "The red circle will have a radius of one-fifth of the length of the flag. Its centre will be placed on the intersecting point of the perpendicular drawn from the nine-twentieth part of the length of the flag, and the horizontal line drawn through the middle of its width." --Ragib (talk) 15:22, 15 December 2008 (UTC)[reply]
Thanks for the reply. I was in rush and missed the 2nd specification. Changing from "in the middle" to "Near Middle". Bauani (talk) 15:29, 15 December 2008 (UTC)[reply]