Jump to content

Talk:List of universities in Bangladesh

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia
Featured listList of universities in Bangladesh is a featured list, which means it has been identified as one of the best lists produced by the Wikipedia community. If you can update or improve it, please do so.
Main Page trophyThis article appeared on Wikipedia's Main Page as Today's featured list on March 7, 2014.
Article milestones
DateProcessResult
April 8, 2008Featured list candidatePromoted

Military Institute of Science and Technology (MIST)

[edit]
  • Is BUP a University?

- Yes. It is the 31st public university of Bangladesh. affiliated with University Grants Commission (Bangladesh).

  • Is Mist a University?

- No. It’s an Military Institute. It’s affiliated with Bangladesh University of Professionals (BUP). But it's university level Institution like other engineering colleges affiliated by DU, SUST & BUTex.

  • Is MIST an Engineering Institute?

- Yes. MIST abbreviates Military Institute of Science and Technology. Here Science & Technology refers to STEM. But it offers mainly engineering subjects.

  • MIST affiliation history?

The academic programs of MIST was affiliated with the University of Dhaka before 2008. After BUP labeled as University under UGC, at present all academic programs of MIST are affiliated with Bangladesh University of Professionals (BUP). All examinations are conducted as per the schedules approved by BUP. BUP also publishes the results and awards certificates to the qualified students. MIST is a part of the Ministry of Defence. MIST is not an Institutional part of BUP. But the academic programs are affiliated with BUP. Just like the academic programs of PTEC, CTEC & other institutes are affiliated with BUTEX & They are part of Ministry of Textiles and Jute!

In the abbreviation MIST, I refers to Institute. ST refers to Science & Technology.

MIST is not a public University under the University Grant Commission (UGC). It's an institute affiliate to BUP. Check out the university list from official Website: [1]

As, it’s an affiliated institute, it should not be in the list of universities approved by the UGC. It should be in the list of Public University Affiliated Institutes.

🔴 There's 55 Institutes Affiliated with BUP:

[26 Army, 6 Armed Forces, 8 Air Forces, 9 Navy & 6 BGB Institutes are affiliated with BUP.]

Here are some list:

1. Military Institute of Science and Technology (MIST)

2. Armed Forces Medical College (AFMC) 3. Army Medical Colleges (AMC)

4. Army Institute of Business Administration (Army IBA, Sylhet) 5. Army Institute of Business Administration (Army IBA, Savar)

6. Bangladesh Military Academy (BMA) 7. Bangladesh Naval Academy (BNA) 8. Bangladesh Air Force Academy (BAFA)

9. Defense Service Command and Staff College (DSCSC) 10. National Defense College (NDC) 11. Proyash Institute of Special Education and Research (PISER)

🔴

অনেকেই MIST কে পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন। আবার অনেকে ইনস্টিটিউট বলতে চান না। অনেকে আবার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বলেন। অনেকে আবার বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট বলতে চান না।

কিন্তু MIST এর ফুল ফর্মই হলো: "Military Institute of Science & Technology" "Institute" (ইনস্টিটিউট) "Science & Technology" (বিজ্ঞান ও প্রযুক্তি) অনেকে আবার MIT এর উদাহরণ দিয়ে বলেন MIT ও তো Institute! কিন্তু বাংলাদেশে BSc. লেভেলের যতগুলো কলেজ ও ইনস্টিটিউট আছে, সবগুলোই কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ঐ বিশ্ববিদ্যালয় সনদ (সার্টিফিকেট) ও সিলেবাস প্রদান করে। এছাড়া অন্য কোনো তফাৎ নেই। MIST যেহেতু BUP অধিভুক্ত। তাই BUP এখানে সিলেবাস ও সার্টিফিকেট প্রদান করে।

আর Engineering & Technology (BUET, CKRUET, DUET) এবং Science & Technology (SUST, HUSTU, PUST...) এখানে, Science & Technology বিশ্ববিদ্যালয়েও Engineering Subject পড়ানো হয়। মূলত ইঞ্জিনিয়ারিং হলো "বিজ্ঞান ও প্রযুক্তি"র একটি অংশ। আবার সাধারণ বিশ্ববিদ্যালয় (DU, RU, JU, CU) হলো সাইন্স-কমার্স-আর্টস সব সাবজেক্ট পড়ানো হয়। এখানে সাইন্সের মধ্যে "বিজ্ঞান ও প্রযুক্তি" আছে; বিজ্ঞান ও প্রুযুক্তি সাবজেক্টগুলোর মধ্যে Engineering Subject ও আছে!

🔸

MIST বাংলাদেশ "প্রতিরক্ষা মন্ত্রণালয়" [Ministry of Defence -MoD] কর্তৃক পরিচালিত হয়। সিলেবাস (পাঠ্যক্রম) ও পড়াশোনা শেষে সনদ (সার্টিফিকেট) প্রদান করে Bangladesh University of Professionals (BUP) সুতরাং, MIST হলো BUP অধিভুক্ত একটি ইনস্টিটিউট।

[[যেমন: • বাংলাদেশের সকল মেডিকেল কলেজ "স্বাস্থ্য মন্ত্রণালয়" (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) [Ministry of Health and Family Welfare -MHFW] এর অধিনস্থ স্বাস্থ্য পরিষেবা বিষয়ক সর্বোচ্চ প্রশাসনিক কার্যালয় "স্বাস্থ্য অধিদপ্তর" [Directorate General of Health Services -DGHS] থেকে পরিচালিত হয়। বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। যেমন: ঢাকা মেডিকেল কলেজের (DMC) সিলেবাস ও সনদ ঢাকা বিশ্ববিদ্যালয় (DU) প্রদান করে। তাই DMC হলো DU অধিভুক্ত কলেজ।

• টেক্সটাইল কলেজসমূহ "বস্ত্র মন্ত্রণালয়" [Ministry of Textiles and Jute -MOTJ] অধিনস্থ "বস্ত্র অধিদপ্তর" [Department of Textiles -DOT] থেকে পরিচালিত হয়। সরকারি টেক্সটাইল কলেজসমূহের সিলেবাস ও সনদ প্রদান করে বুটেক্স। তাই টেক্সটাইল কলেজসমূহ BUTex অধিভুক্ত।

• মেরিন ফিশারিজ একাডেমিসমূহ [Ministry of Fisheries and Livestock -MOFL] অধিনস্থ "মৎস অধিদপ্তর" [Department of Fisheries -DOF] থেকে পরিচালিত হয়। মেরিন ফিশারিজ একাডেমিসমূহের সিলেবাস ও সনদ প্রদান করে Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University (BSMRMU)। তাই Marine Academy সমূহ BSMRMU অধিভুক্ত।]]

কলেজ, ইনস্টিটিউট কিংবা একাডেমিসমূহ বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হলেও- বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ইনস্টিটিউট উভয়ক্ষেত্রেই অনার্স সমমান "ব্যাচেলর্স ডিগ্রি" প্রদান করে।

তবে Bangladesh University of Professionals (abbreviated as BUP) পাবলিক নাকি প্রাইভেট প্রশ্ন করা হলেও সত্যি টা হলো:

BUP হলো University Grants Commission (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) অনুমোদিত বাংলাদেশের ৩১তম "সরকারি (Public)" বিশ্ববিদ্যালয়। উল্টো MIST কিন্তু UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় নয়; বরং BUP অধিভুক্ত "সরকারি (Public)" ইনস্টিটিউট।

Military "Institute" of "Science and Technology" (MIST) কে অনেকে "ইঞ্জিনিয়ারিং" বিশ্ববিদ্যালয় মনে হয়। কিন্তু এটি Science & Technology (বিজ্ঞান ও প্রযুক্তি) ইনস্টিটিউট। যেমন: বিজ্ঞান ও প্রুযুক্তি বিশ্ববিদ্যালয়- SUST, HSTU, MBSTU... মূলত বিজ্ঞান ও প্রযুক্তিকে Science, Technology, Engineering, and Mathematics -STEM ব্যানারের অর্ধভুক্ত করা হয়। অর্থাৎ (প্রকৌশল) হলো বিজ্ঞান ও প্রযুক্তির একটি অংশ। তবে MIST তে অধিকাংশ সাবজেক্ট Engineering Related!

MIST ১৯৯৮ সালের ১৯শে এপ্রিল ঢাকাস্থ মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত MIST ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিলো। ২০০৮ সালে BUP প্রতিষ্ঠার পর, MIST কে BUP অধিভুক্ত করা হয়।

সব কথার শেষ কথা, কেউ একজন Public University Affiliated Institute অংশ থেকে MIST কে Delete করছে। MIST কে UGC approved University List ও Engineering University লিস্টে add করছে। বাংলা উইকিপিডিয়ায় ঠিক আছে। গত ডিসেম্বর মাসে আইপি এড্রেসযুক্ত একটি আইডি তথ্য চেঞ্জ করেছে। Md.Mahfujur Rahman Nisad (talk) 23:40, 7 January 2024 (UTC)[reply]